সিরাজগঞ্জের কামারখন্দে পানিতে ডুবে জান্নাতুল খাতুন (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় মিথিলা নামে একই বয়সের আরেক শিশুকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল সোমবার দুপুরে উপজেলার কর্ণসূতি দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। শিশু জান্নাতুল ওই গ্রামের নুরুল ইসলামের মেয়ে।
কামারখন্দ থানার উপপরিদর্শক (এসআই) মহির জানান, শিশু জান্নাতুল পরিবারের সঙ্গে গত কয়েক দিন আগে ঢাকা থেকে বাড়িতে বেড়াতে আসে।
গতকাল জান্নাতুল ও পাশের বাড়ির মিথিলা বাড়ির পাশের খালে ভেলায় করে খেলছিল। একপর্যায়ে তারা দুজন খালের পানিতে পড়ে যায়। পরে মিথিলা ছটফট করতে থাকলে স্থানীয় বাসিন্দারা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে।
এ সময় বাড়ির আশপাশে কোথাও জান্নাতুলকে না পেয়ে খালে অনুসন্ধান শুরু হয়। একপর্যায়ে পানির নিচ থেকে জান্নাতুলকে উদ্ধার করা হয়।
দুজনকে পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জান্নাতুলকে মৃত ঘোষণা করেন। মিথিলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।