হোম > ছাপা সংস্করণ

দাম কমালেই চলবে না, কথা বলতে দিতে হবে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘শুধু চাল-ডাল আর তেলের দাম কমালেই চলবে না, আমাদের জীবনকে জীবনের মতো চলতে দিতে হবে। আমাদের কথা বলতে দিতে হবে। ন্যায়বিচারের ব্যবস্থা করতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে, প্রশাসনকে জনগণের সেবক হতে হবে।’

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আয়োজিত বিক্ষোভ সমাবেশে বিএনপি মহাসচিব এসব কথা বলেন।

লাগামহীনভাবে দ্রব্যমূল্য বৃদ্ধির সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ‘মানুষের জীবনকে এরা (সরকার) দুঃসহ করে তুলেছে। দেশের সম্পদ লুট করার জন্য আওয়ামী লীগ সরকার চতুর্দিকে ফাঁদ পেতেছে। বিদেশে তারা টাকা পাঠাচ্ছে। আজকে ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়। আমাদের এই ক্ষুধা অতিক্রম করতে হবে। আমাদের ভাই-বোনদের, মা-বোনদের টিসিবির ট্রাকের পেছনে দৌড়ানো বন্ধ করতে হবে।’

ডিজিটাল নিরাপত্তা আইনের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, ‘এখন কথা বললেই মামলা। আকারে-ইঙ্গিতেও যদি আপনি সরকারের বিরুদ্ধে কথা বলেন, তাহলেও মামলা হবে। মামলা হলে সুবিধা। পুলিশের সুবিধা, বাণিজ্য হতে পারে। আবার কোর্টের সুবিধা, সেখানেও বাণিজ্য হয়।’

স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, সদস্যসচিব আমিনুল হক, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল প্রমুখ।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ