হোম > ছাপা সংস্করণ

যেভাবে বদলে গেল জাভির বার্সেলোনা

‘এটাই এগিয়ে যাওয়ার পথ’—সুপারকোপাতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে হারের পর বার্সেলোনা ড্রেসিংরুমে এমন একটি বার্তা দিয়েছিলেন হুয়ান লাপোর্তা। বার্সা সভাপতি তখন বলেছিলেন, ‘জয়টাই শুধু হাতছাড়া হলো। তবে এভাবে এগোতে থাকলে সেটিও খুব দূরে নয়।’

লাপোর্তার এমন বক্তব্য অনেক সমর্থককে সেদিন ক্ষুব্ধ করেছিল, সেটিও আবার চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে হারের পর। তবে পরের ১২ ম্যাচে ১১টিতে অপরাজিত থেকে বার্সা প্রমাণ করেছে লাপোর্তা সেদিন ভুল ছিলেন না। বলা যায়, লিওনেল মেসি-পরবর্তী যুগে জানুয়ারির সেই এল ক্লাসিকোটিই ছিল বার্সার সবচেয়ে বড় বাঁকবদল। যেটার পূর্ণতা পেল লা লিগায় সান্তিয়াগো বার্নাব্যুতে সেই রিয়ালকেই ৪-০ গোলে বিধ্বস্ত করার মধ্য দিয়ে।

জানুয়ারির ওই ম্যাচে রিয়ালকে ১২০ মিনিটের চ্যালেঞ্জ দেওয়ার পাশাপাশি দেখা গিয়েছিল স্প্যানিশ কোচ জাভি হার্নান্দেজের খেলোয়াড়ি জীবনের ৪-৩-৩ ছকও। ম্যাচে বার্সার রক্ষণে ২০১৬ সালের পর আবার দেখা গিয়েছিল দানি আলভেজকেও। পাশাপাশি ম্যাচের পরিসংখ্যানও দিচ্ছিল বার্সার বদলে যাওয়ার ইঙ্গিত। বল দখল, শট, পাসিং—সব দিক থেকেই প্রতিপক্ষের ওপর ছড়ি ঘুরিয়েছিল জাবির বার্সা। তবে সেদিন ফল নিজেদের পক্ষে আনতে পারেনি তারা। দুই মাসের মধ্যে সেই ফলও বদলে দিয়েছে কাতালান পরাশক্তিরা। রিয়ালকে গত পরশু উড়িয়ে দিয়ে পুরোনো দিনের সুরেলা গান আবার ফেরানোর ঘোষণাও যেন দিয়ে দিল বার্সা।

পুরোনো নস্টালজিয়া সঙ্গে নিয়েও জাভির বার্সা অবশ্য একেবারেই স্বতন্ত্র। নিজের খেলার ধরন থেকে কিছুটা সরে গিয়ে ৪-৩-৩ ফরমেশনে দলের তরুণ মিডফিল্ডারদের চালিত করছেন। মিডফিল্ডে বল ধরে রাখার গার্দিওলার যে কৌশল, সেটা থেকে সরে এসে জাভির দুই মিডফিল্ডার এখন কাজ করেন বাড়তি ফরোয়ার্ড হিসেবেও। এতে বার্সার আক্রমণভাগে থাকা ৫ খেলোয়াড় তখন আরও আক্রমণাত্মক হয়ে ওঠেন, তৈরি হচ্ছে গোলের সম্ভাবনাও। যেখানে দুই মিডফিল্ডার জায়গা তৈরির পাশাপাশি বল বানিয়ে দেওয়ার কাজও করছেন। সেন্ট্রাল মিডফিল্ডারদের সামনে গিয়ে খেলার ফল বেশ ভালোভাবেই পেতে শুরু করেছে বার্সা। পাশাপাশি জাভির বর্তমান কৌশলে দুই ফুল ব্যাক জর্দি আলভা ও দানি আলভেজকে কখনো কখনো দেখা যায় মিডফিল্ডারের ভূমিকাতেও।

কোচের কৌশল বাস্তবায়নে সবচেয়ে বড় অবদান রাখতে হয় দলের খেলোয়াড়দের। যেখানে জাভি পেয়েছেন একঝাঁক তরুণ তুর্কিকে। অবামেয়াং, আদমা টোরেস, পেদ্রি, ফেরান টোরেসদের সঙ্গে দারুণ সমন্বয় দেখা যাচ্ছে অভিজ্ঞ বুসকেটস, পিকে, আলভা ও আলভেজদের। তারুণ্য ও অভিজ্ঞতার এই সমন্বয়ও বার্সাকে দারুণ সুবিধা দিচ্ছে। যেখানে বার্সা আক্রমণ ও প্রতি আক্রমণ—দুই দিক থেকেই দারুণ সাফল্য পাচ্ছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ