বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান বলেছেন, ‘বিগত দুই বছর করোনার কারণে দেশের অনেক পোশাক শিল্প কারখানা বন্ধ হয়ে গেছে। আমাদের নতুন কমিটি নির্বাচিত হওয়ার পর অনেক পোশাক কারখানা চালু করেছি। পর্যায়ক্রমে সব পোশাক কারখানা চালু করা সম্ভব হবে।’
গতকাল শুক্রবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি আরও বলেন, সরকরের নানামুখী উদ্যোগে এখন পোশাক শিল্প ঘুরে দাঁড়িয়েছে। তাঁরা শ্রমিকদের সুবিধা বৃদ্ধি করে নতুন নতুন কর্মসংস্থানের উদ্যোগ নিয়েছেন।
এর আগে বিজিএমইএর নবনির্বাচিত সভাপতি ফারুক হাসান ও জ্যেষ্ঠ সহসভাপতি এস এম মান্নান কচির নেতৃত্বে সংগঠনের পরিচালনা পর্ষদের সদস্যরা বঙ্গবন্ধুর সমাধিসৌধ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে তাঁরা ফাতেহা পাঠ ও বঙ্গবন্ধুসহ ১৫ আগস্ট নিহত সকলের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া-মোনাজাত করেন।
এ সময় বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির নবনির্বাচিত ২৭ জন পরিচালক উপস্থিত ছিলেন।