নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ৩২ কেজি গাঁজা জব্দ করেছে র্যাব। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সংস্থাটির দাবি, তাঁরা মাদক কারবারি।
গতকাল শুক্রবার র্যাব-১১-এর অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার শামীম এসব তথ্য নিশ্চিত করেন। এর আগে বৃহস্পতিবার রাতে উপজেলার বিশনন্দী ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ তাঁদের আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চর ডাজাতিয়াপাড়া গ্রামের জুয়েল ও নরসিংদী জেলার রায়পুরা উপজেলার রামনগর গ্রামের সুইটি বেগম।
র্যাব জানায়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আড়াইহাজার উপজেলার বিশনন্দী ফেরিঘাটে অভিযান চালানো হয়। এ সময় একটি প্রাইভেট কারে তল্লাশি করে ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজন পেশাদার মাদক কারবারি। তাঁরা নিয়মিত কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া থেকে মাদক এনে বিক্রি করতেন।