হোম > ছাপা সংস্করণ

শনি ও রোববার বন্ধ পর্যটকবাহী জাহাজ

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফের দুই ইউনিয়ন পরিষদ (ইউপি) ও পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ ২৬ ডিসেম্বরে অনুষ্ঠিত হবে। এ জন্য টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে শনি ও রোববার পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন।

গতকাল বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ চৌধুরী। তিনি বলেন, ‘নির্বাচনে নিরাপত্তার কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২৫ ও ২৬ ডিসেম্বর টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে কোনো পর্যটকবাহী জাহাজ চলাচল করবে না। তবে ২৫ ডিসেম্বর সেন্ট মার্টিনে কোনো পর্যটক থাকলে জাহাজ পাঠিয়ে তাদের নিয়ে আসা হবে। এ ছাড়া পরিস্থিতি স্বাভাবিক থাকলে ২৭ ডিসেম্বর থেকে আবার পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হবে।’

২৬ ডিসেম্বর টেকনাফ পৌরসভা, বাহারছড়া ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ ছাড়া বৈরী আবহাওয়ার কারণে প্রথম ধাপে স্থগিত সেন্ট মার্টিনে একই দিনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এ বিষয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের টেকনাফ অঞ্চলের ট্রাফিক সুপারভাইজার জহির উদ্দিন ভূঁইয়া বলেন, নির্বাচনকে সামনে রেখে দুই দিনের জন্য টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে জাহাজ চলাচল বন্ধ রাখা হবে। তবে নির্বাচনের প্রয়োজনীয় মালামাল নিতে একটি জাহাজ চলাচল করতে পারে।

কেয়ারি সিন্দবাদ জাহাজের ব্যবস্থাপক মো. শাহা আলম বলেন, ‘বন্ধের বিষয়টি পূর্ব থেকে ঘোষণা করলে ভালো হতে। আমাদের ওই দিনগুলোতে টিকিট বুকিং করা রয়েছে। প্রশাসন চাইলে দুই দিনের মধ্যে একদিন অর্থাৎ ২৫ তারিখ জাহাজ চলাচলের অনুমতি দিতে পারে। জাহাজ বন্ধ থাকলে ব্যবসায়ীদের অনেক ক্ষতির সম্মুখীন হতে হয়।’

এ বিষয়ে জানতে চাইলে টেকনাফ উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. বেদারুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। তা ছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে দুই দিন জাহাজ চলাচল বন্ধ রাখা হয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ