গাইবান্ধার সুন্দরগঞ্জে গৃহবধূকে উত্ত্যক্তের অভিযোগে আটক কলেজ শিক্ষার্থী নিত্যানন্দের (১৮) মুচলেকা নিয়ে মুক্তি দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার দুপুর আড়াইটার দিকে এ আদেশ দেন আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ-আল-মারুফ। নিত্যানন্দ কঞ্চিবাড়ি ইউনিয়নের দক্ষিণ কালির খামার গ্রামের বাসিন্দা ও ধুবনি কঞ্চিবাড়ি কলেজের শিক্ষার্থী।
জানা যায়, একই গ্রামের এক গৃহবধূকে দীর্ঘদিন থেকে নিত্যানন্দ উত্ত্যক্ত করে আসছিলেন। পরে ওই গৃহবধূর বাবা কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রে একটি লিখিত অভিযোগ দেন। পরে অভিযোগের ভিত্তিতে গত রোববার বিকেলে নিত্যানন্দকে নিজ বাড়ি থেকে আটক করে পুলিশ।