হোম > ছাপা সংস্করণ

বাবা হওয়া সহজ নয়

সম্পাদকীয়

এমন নয় যে বাবা সম্পর্কে কোনো মেয়ে এই প্রথম ভয়াবহ অভিযোগ আনল। কিন্তু অস্বীকার করা যাবে না, এই অভিযোগের রেশ ধরে বাবা-মেয়ে সম্পর্ক নিয়ে নতুন করে ভাবার অবকাশ

তৈরি হয়েছে। আমরা সব সময় জেনে এসেছি, বাবা আর মেয়ের মধ্যে এক অসাধারণ পবিত্র সম্পর্ক বিরাজ করে। একটি সাধারণ স্বাভাবিক পরিবারে কোনো কন্যাসন্তানের কাছে বাবাই হলো প্রথম পুরুষ। অন্য লিঙ্গের মানুষের সঙ্গে মেয়েটির সম্পর্ক কেমন হবে, তার অনেকটাই নির্ভর করে বাবা কীভাবে মেয়েকে মানুষ করছেন, তার ওপর। অর্থাৎ বাবার আচরণে প্রভাবিত হয় মেয়ে।

অনেক সময়ই নিজ সন্তানদের মধ্যে ছেলের চেয়ে মেয়ের প্রতি বাবার পক্ষপাতিত্ব দেখা দেয়। পুরুষতান্ত্রিক সমাজব্যবস্থায় মূলত ছেলেরা সব ধরনের আরাম উপভোগ করার সুযোগ পায় ঠিকই, কিন্তু সেই সমাজব্যবস্থার মধ্যেই বাবার কাছে মেয়ে হয়ে ওঠে অমূল্য। বাবার প্রতি কন্যাসন্তানের মায়া থাকে বেশি, এ রকমটাই শোনা যায়।

বাবাকে দেখে মেয়ের উদ্ভাসিত মুখ লক্ষ করে মা কখনো কখনো টিপ্পনীও কেটেছেন, এমন ঘটনা দুর্লক্ষ্য নয়। কিন্তু এ কথা অস্বীকার করা যাবে না, বাবা-মেয়ের মধ্যে সম্পর্ক হয় মধুর।

কিন্তু একটি আত্মহত্যার ঘটনা হঠাৎ করে অন্য এক সত্যকে সামনে নিয়ে এল। রাজধানীর দক্ষিণখানের মোল্লারটেকে ১০ তলা ভবন থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন এক তরুণী। আত্মহত্যার কারণ হিসেবে তিনি লিখে গেছেন বাবার চারিত্রিক স্খলনের কথা। বাড়ির কাজের মেয়েও বাবার লালসার শিকার হয়েছে দেখে তরুণী আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। তরুণীর বাবা এই ঘটনার পর পলাতক ছিলেন। পুলিশ তাঁকে ময়মনসিংহের গফরগাঁও থেকে গ্রেপ্তার করেছে। নিজ মেয়ের আত্মহত্যার পর যে বাবা পালিয়ে যেতে পারেন, তিনি তাঁর প্রতি মেয়ের অভিযোগগুলোকেই পরোক্ষে মেনে নেন বলে মনে করার যথেষ্ট কারণ আছে।

মেয়েরা বাবার প্রতি আকৃষ্ট হয় কেন, এ নিয়ে গবেষকেরা অনেক ভেবেছেন। দেখা যায় কন্যাকে লাফালাফি, দৌড়াদৌড়ি, যেকোনো খেলা খেলতে দেওয়ার ক্ষেত্রে বাবা যতটা উদার, সংসারের অন্যরা ততটা নয়। বাবারা কীভাবে কন্যাসন্তানকে গড়ে তোলেন, তা নিয়ে মনোবিজ্ঞানী বা মনস্তত্ত্ববিদদের অনেক লেখালেখি আছে, কিন্তু আজ সেগুলো অবান্তর বলে মনে হচ্ছে। কোনো সন্তান যদি বাবার ঘৃণ্য চরিত্রের কারণে আত্মহত্যা করতে বাধ্য হয়, তাহলে প্রথমেই খুঁজে বের করতে হবে, বাবা-মেয়ের মধ্যে যে বিশ্বাসটা ছিল, তা কী করে লুপ্ত হয়ে গেল? একজন বাবা যখন তাঁর আচরণ নিয়ন্ত্রণ করতে না পারেন, যখন ভাবেন না তাঁর আচরণের প্রভাব কতটা পড়তে পারে সন্তানের ওপর, তখন বলতেই হবে সেই বাবা ব্যর্থ বাবা। বাবাকে নিয়ে দেখা স্বপ্ন ভেঙে খান খান হয়ে গেলে মেয়ের জীবনের গল্পটাও যায় পাল্টে। এ রকম একটি স্বপ্নভঙ্গের ফলই হলো ১০ তলা ভবন থেকে লাফিয়ে পড়ে এক তরুণীর আত্মহত্যা। বাবা হওয়া সহজ কথা নয়, সেটাই বুঝিয়ে দিল তরুণীর ট্র্যাজিক এই মৃত্যু।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ