হোম > ছাপা সংস্করণ

করোনার টিকা নিলেন ৫৩৮ কারাবন্দী

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজার জেলা কারাগারে বন্দীদের জন্য করোনাভাইরাসের টিকা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার সকালে জেলা কারাগারের আয়োজনে এর উদ্বোধন করা হয়। প্রথম দিনে টিকা দিয়েছেন ৫৩৮ জন কারাবন্দী।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা কারাগারের জেল সুপার মো. আনোয়ারুজ্জামান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন চিকিৎসক চৌধুরী জালাল উদ্দিন মের্শেদ।

এ সময় উপস্থিত ছিলেন জেলা কারাগারের জেলার আবু মুসাসহ কারাগারের কর্মকর্তা ও কর্মচারীরা।

সিভিল সার্জন চৌধুরী জালাল উদ্দীন মোর্শেদ বলেন, জেলা কারাগারে ৭০০ ডোজ করোনার টিকা পাঠানো হয়েছে। গতকাল সকাল থেকে বন্দীদের টিকা দেওয়া হয়। প্রথম দিনে টিকা নিয়েছেন ৫৩৮ জন। এর মধ্যে পুরুষ ৫১৫ ও মহিলা ২৩। এ টিকা শেষ হলে আরও টিকা পাঠানো হবে। কোনো কারাবন্দী টিকার বাইরে থাকবেন না বলেও জানান তিনি।

কারাবন্দীদের টিকা নেওয়ার বিষয়ে জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বলেন, জেলা কারাগারে শুরু হয়েছে কারাবন্দীদের করোনাভাইরাসের টিকা প্রদান কার্যক্রম। পর্যায়ক্রমে সকল বন্দীদের টিকার আওতায় নিয়ে আসা হবে। বর্তমান সরকার শুরু থেকেই শক্ত পদক্ষেপে করোনা মোকাবিলা করছে। ধাপে ধাপে দেশের সকল নাগরিক টিকার আওতায় চলে আসবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ