হোম > ছাপা সংস্করণ

মামলার ৩৮ দিন পরও গ্রেপ্তার হয়নি কেউ

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার বোনারপাড়ায় সিনিয়র উপসহকারী প্রকৌশলীর (ওয়ে) গোডাউন থেকে ফিশপ্লেট চুরিরঘটনায় এখন পর্যন্ত কেউ গ্রেপ্তারহয়নি। এ ঘটনার এক মাস আট দিন পেরিয়ে গেলেও আসামি গ্রেপ্তারে পুলিশের কোনো উদ্যোগ নেই। অন্যদিকে বাদী মামলা ধামাচাপা দেওয়া হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন।

মামলা সূত্রে জানা যায়, সিনিয়র উপসহকারী প্রকৌশলীর (ওয়ে) গোডাউনে প্রায় ১৪ হাজার ফিশপ্লেট মজুত ছিল। গত ১০ আগস্ট সিনিয়র উপসহকারী প্রকৌশলী মাজেদুল ইসলাম অবসরে যাওয়ায় তাঁর স্থলাভিষিক্ত হন প্রকৌশলী দীপক কুমার সিংহ। তিনি দায়িত্ব গ্রহণ করে ফিশপ্লেট বুঝে দেওয়ার সময় দেখা যায়, ৮ হাজার ৮৬৭ পিচ ফিশপ্লেট নেই। এসবের ওজন প্রায় ৪৪ দশমিক ৩৩ মেট্রিক টন। যার আনুমানিক মূল্য প্রায় ১৩ লাখ ২৯ হাজার ৯০০ টাকা।

প্রকৌশলী দীপক কুমার সিংহ বিষয়টি তাৎক্ষণিক কর্তৃপক্ষ ও রেলওয়ে থানাকে অবহিত করেন। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ওই দিন তিনি বাদী হয়ে বোনারপাড়া রেলওয়ে থানায় একটি মামলা করেন

বাদী প্রকৌশলী দীপক কুমার সিংহ জানান, রেলওয়ে পুলিশ গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে। তারপরও নিরাপত্তা প্রহরীদের গ্রেপ্তার করছে না। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছে না। রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নিরাপত্তা প্রহরীদের বিরুদ্ধে এখনো বিভাগীয় ব্যবস্থা গ্রহণ না করায় চুরি বিষয়টি ধামাচাপায় পড়তে পারে বলে তাঁর ধারণা।

বোনারপাড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাপস কুমার পণ্ডিত বলেন, মামলার অগ্রগতি নেই, অভিযোগটি ঠিক না। ঘটনার পর থেকে তদন্ত অব্যাহত রয়েছে। অভিযুক্ত আসামিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কিন্তু তথ্য-প্রমাণ ছাড়া গ্রেপ্তার করা যাচ্ছে না। সেগুলো সংগ্রহ করা হচ্ছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ