খেলায় সাফল্য ও ব্যর্থতা সব সময় হাত ধরাধরি করেই চলে। ফুটবলও ব্যতিক্রম নয়। সাফল্যে আনন্দ আর ব্যর্থতায় ভাঙে হৃদয়। ফুটবলে সাফল্যের প্রশংসা কিংবা ব্যর্থতার দায় সাধারণত কোচদের ওপরই বর্তায়। তবে ব্যর্থতার দায় সব সময় নিজেদের কাঁধে নিতে চান না কোচরা। অনেক সময় পরিস্থিতি, মাঠ, রেফারি কিংবা ভাগ্যকে দুষে ব্যর্থতার দায় থেকে নিস্তার পেতে চেষ্টা করেন তাঁরা। ইংলিশ প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচে ফুলহামের সঙ্গে ২-২ গোলে ড্র করার পর মাঠ অনেক বেশি শুকনা ছিল বলে মন্তব্য করে আলোচনায় এসেছেন লিভারপুল বস ইয়ুর্গেন ক্লপ। প্রিমিয়ার লিগের কোচদের মধ্যে ২০২০-২১ মৌসুমে যাঁরা সবচেয়ে বেশি অজুহাত দিয়েছেন, তাঁদের নিয়ে একটি তালিকা করেছে ফুটবলভিত্তিক পোর্টাল দ্য অ্যাথলেটিক। সব মিলিয়ে ৪৯২টি সাক্ষাৎকার বিশ্লেষণ করে এই তালিকা তৈরি করেছে তারা। তাদের হিসাবে, তালিকায় সবার ওপরে আছেন থমাস টুখেল (৫৭.৯ শতাংশ)। দুইয়ে আছেন আর্সেনাল কোচ মিকেল আরতেতা (৫৫.৫)।