জয়পুরহাটের আক্কেলপুরে বাংলাদেশ বেতারের আয়োজনে তরুণদের অংশগ্রহণে বাল্যবিবাহ প্রতিরোধবিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় আক্কেলপুর পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম হাবিবুল হাসান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মকবুল হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে বাংলাদেশ বেতারের উপস্থাপক সজীব দত্ত বলেন, ‘তারুণ্যের কণ্ঠ জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার ঢাকার একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। আমরা বাল্যবিবাহ প্রতিরোধে কাজ করে চলেছি। এই অনুষ্ঠানটি উপপরিচালক মো. আমিরুল ইসলামের তত্ত্বাবধানে মো. তোফাজ্জল হোসেনের প্রযোজনায় আগামী ৬ নভেম্বর রাত ৮টা ১০ মিনিটে বাংলাদেশ বেতারে প্রচার করা হবে।’