হোম > ছাপা সংস্করণ

কারাবন্দীদের টিকাদান শুরু

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে বন্দীদের করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি শুরু করা হয়েছে। গতকাল সোমবার কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন কুমিল্লা জেলা করোনা প্রতিরোধ কমিটির উপদেষ্টা ও সদর আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিন বাহার।

এ সময় কুমিল্লা সিভিল সার্জন মীর মোবারক হোসাইন, জ্যেষ্ঠ জেল সুপার শাহজান হোসেন, জেলার মো. আসাদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

জ্যেষ্ঠ জেল সুপার শাহজান হোসেন জানান, টিকার জন্য তিন হাজার কারাবন্দীর তালিকা করা হয়েছে। এর মধ্যে ২ হাজার ৭৫০ জনকে টিকা দেওয়া হবে। তা ছাড়া নতুন আগতদেরও টিকা দেওয়া হবে। পরবর্তীতে এ কার্যক্রম চলমান রাখা হবে। কারাগারে আসা-যাওয়া সব কারাবন্দীদের টিকার বিষয়টি নিশ্চিত করা হবে।

এ সময় সাংসদ আ ক ম বাহাউদ্দিন বাহার বলেন, ‘বঙ্গবন্ধু জেলখানায় নির্যাতিত হয়েছিলেন। তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কারাগারগুলোকে আধুনিকায়ন করছেন। কুমিল্লা কারাগারের ৬০০ কোটি টাকার কাজ চলছে। কারাগার এখন নির্যাতনের স্থান নয়। এটি সংশোধনাগার। এখান থেকে বের হয়ে বন্দীরা যেন সমাজের জন্য কাজ করতে পারেন সে জন্য কাজ করছে সরকার।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ