পর্বতারোহণ-বিষয়ক বিশ্বখ্যাত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নিয়ে ঢাকায় বসছে ‘ব্যানফ মাউনটেইন ফিল্ম ফেস্টিভ্যাল’। কানাডাভিত্তিক সংগঠন ব্যানফ সেন্টারের আয়োজনে ২৭ মে বিকেল ৪টায় রাজধানীর বাংলামোটরে বিশ্বসাহিত্য কেন্দ্রে এ উৎসবের উদ্বোধন করা হবে।
এ উৎসবে পর্বতারোহণ, সাইক্লিং, রক ক্লাইম্বিং, স্কিইংসহ অ্যাডভেঞ্চার-বিষয়ক বিশ্বের বিভিন্ন দেশের চলচ্চিত্র প্রদর্শিত হবে। আয়োজনে উপস্থিত থাকবেন ঢাকায় নিযুক্ত কানাডার হাইকমিশনার লিলি নিকোলস।
১৯৭৬ সাল থেকে চলে আসা এ উৎসব হয় প্রতিবছর, বিশ্বের ৪০টি দেশের প্রায় ৮০০টি শহরে।