সিলেটে টিলা কাটার দায়ে পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন পরিবেশ অধিদপ্তর পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।
গতকাল দিনব্যাপী অভিযানে নগরের হাওলাদারপাড়ার অজিত টিলা নামের স্থানে অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর সিলেটের বিভাগীয় পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এমরান হোসেন।
নগরের জালালাবাদ থানা-পুলিশের সহযোগিতায় টিলা কাটায় জড়িতদের পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে এই জরিমানা করা হয়।
দণ্ডিতদের মধ্যে নগরের করেরপাড়া পানতলা এলাকার আক্কাছ মিয়ার ছেলে বিলাল মিয়াকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং একই এলাকার রাখাল দাসের ছেলে বলরাম দাস, মন্ত দাশের ছেলে জ্যোতির্ময় দাশ, জীবন দাসের ছেলে জয়ন্ত দাস, সুনামগঞ্জের দিরাই উপজেলার কালুপুর এলাকার হরেন্দ দাসের ছেলে রবিন্দ দাসকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন প্রদান করেন অধিদপ্তরের ঢাকা কার্যালয়ের সহকারী পরিচালক মো. বদরুল হুদা। অভিযানকালে পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোহাইমিনুল হক ও নমুনা সংগ্রহকারী রুবেল মিয়া উপস্থিত ছিলেন।