যশোরে সড়ক দুর্ঘটনায় আহত প্লাবনের (১৭) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। গত শনিবার দিবাগত রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
এর আগে দুপুরে একই দুর্ঘটনায় মারা যান প্লাবনের মামা রোহান (১৮)। সড়ক দুর্ঘটনায় এক সঙ্গে মামা-ভাগনের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে যশোর সদরের চাঁচড়া এলাকায়।
নিহত রোহানের ভাই অসীম জানান, ঝিনাইদহ থেকে ভাগনে রাসিব তাঁদের বাড়ি বেড়াতে আসেন। এর পর বেলা পৌনে ৩টার দিকে মামা-ভাগনেরা মিলে ঘুরতে বের হন। তাঁরা ফিডার রোড থেকে যশোর-বেনাপোল মহাসড়কে ওঠেন। এ সময় চাঁচড়াগামী একটি ট্রাক পেছন থেকে মোটরসাইকেলটি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান রোহান। আহত অবস্থায় প্লাবন ও রাসিবকে উদ্ধার করে দ্রুত যশোর সদর হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। কিন্তু প্লাবনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
নিহত প্লাবনের দাদা আব্দুর রাজ্জাক জানিয়েছেন, গুরুতর অবস্থায় প্লাবনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার পর সে মারা যায়।