হোম > ছাপা সংস্করণ

ফের ডেঙ্গু বাড়ার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ডেঙ্গুর প্রকোপ দুই দিন ধরে কিছুটা কমে এসেছে। গতকাল মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫১ জন। তবে এই সময়ে ডেঙ্গু আক্রান্ত কোনো রোগীর মৃত্যু হয়নি। এদিকে দেশে এখনো বৃষ্টিপাত অব্যাহত থাকায় ডেঙ্গুর প্রকোপ আবারও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন কীটতত্ত্ববিদেরা।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক কবিরুল বাশার বলেন, অক্টোবরে স্বাভাবিকভাবে ডেঙ্গুর প্রকোপ কমার কথা ছিল। কিন্তু দেশের বর্তমান আবহাওয়া অনুযায়ী ডেঙ্গুর প্রকোপ খুব একটা কমবে না বলে মনে করছেন তিনি। তিনি বলেন, দুই দিন ধরে দেশে বৃষ্টিপাত বেড়েছে। এমন পরিস্থিতিতে আবারও ডেঙ্গুর প্রকোপ বাড়ার আশঙ্কা রয়েছে।

ডেঙ্গু আক্রান্ত হয়ে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ১৫১ জনের মধ্যে ঢাকায় ১০৫ জন এবং বাইরে ৪৬ জন ভর্তি হয়েছেন। তবে দুই দিন ধরে ডেঙ্গুতে মৃত্যুর কোনো ঘটনা ঘটেনি। আগের দিন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিলেন ১৭২ জন। তাঁদের মধ্যে ঢাকায় ১৩০ জন এবং বাইরে ৪২ জন। চলতি মাসের ১৯ দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৩ হাজার ৫২৮ জন। এই সময়ে মারা গেছেন ১৪ জন। স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে গতকাল মঙ্গলবার পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত মোট ২১ হাজার ৭২৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে সুস্থ হয়েছেন ২০ হাজার ৮৪৪ জন। এ সময়ে মারা গেছেন ৮৩ জন। গতকাল সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত মোট ৭৯৮ জন হাসপাতালে ভর্তি ছিলেন। তাঁদের মধ্যে ঢাকার ৪১টি হাসপাতালে ৬০৯ জন এবং ঢাকার বাইরে ১৮৯ জন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ