অভয়নগর প্রতিনিধি
অভয়নগর ১০টি ইয়াবা জব্দ করেছে পুলিশ। এ সময় ইয়াবা বিক্রির অভিযোগে একজনকে আটক করা হয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার দেয়াপাড়া গ্রাম থেকে ইনামুল ইসলাম আলআমিন নামের ওই যুবকে আটক করা হয়। তাঁর বাড়ি উপজেলার দেয়াপাড়া গ্রামে। অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম শামীম হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাতে পুলিশের একটি দল দেয়াপাড়া গ্রামে অভিযান চালায়।