নির্বাচিত হওয়ার দুদিন পরই প্রতিশ্রুতি অনুযায়ী কাঠের সেতু নির্মাণ করে দিলেন কালিহাতী উপজেলার নারান্দিয়া ইউপির চেয়ারম্যান মাসুদ তালুকদার। তিনি ঘড়িয়া গ্রামের লৌহজং নদীর ওপর ১৩০ ফুট কাঠের সেতু নির্মাণ করে দিয়েছেন। গত বুধবার বিকেলে এই সেতুর উদ্বোধন করা হয়। এর মধ্য দিয়ে ৭ গ্রামের প্রায় ১০ হাজার মানুষের কষ্ট দূর হলো।
সেতুটি নির্মাণে মোট খরচ হয়েছে এক লাখ ২০ হাজার টাকা। এর মধ্যে ৫০ হাজার টাকা নগদ দিয়েছেন। আরও ২০ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন চেয়ারম্যান মাসুদ তালুকদার। বাকি টাকা গ্রামবাসী সংগ্রহ করেছেন। গত ২৮ নভেম্বর রোববার তৃতীয় ধাপের নির্বাচনে উপজেলার নারান্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হোন মাসুদ তালুকদার।
সরেজমিনে দেখা গেছে, নারান্দিয়া ইউনিয়ন ও এলেঙ্গা পৌরসভার সীমানা ঘেঁষা গ্রাম ঘড়িয়া। গ্রামের মধ্য দিয়ে বয়ে গেছে লৌহজং নদী। নদীর দুপাশে শেরপুর, মিরপুর, ঘড়িয়া, পোষণা, দেউলাবাড়ী, নাগা ও তাঁতিহারা গ্রামের অন্তত দশ হাজার মানুষের বসবাস। কিন্তু স্বাধীনতার চার যুগ পেরিয়ে গেলেও ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো দিয়ে নদী পারাপার হয়ে আসছেন এসব এলাকার মানুষ।
এ বিষয়ে মাসুদ তালুকদার বলেন, জনগণ ভোট দিয়ে নির্বাচিত করেছেন সেবা করতে। সরকারি বরাদ্দে সেতুটি নির্মাণ করতে অনেক সময় লাগবে। তাই গ্রামবাসীর সঙ্গে আমিও অংশগ্রহণ করেছি।