হোম > ছাপা সংস্করণ

আজ থেকে রমনায় চলবে ট্রেন, পার্বতীপুরে বন্ধ

কুড়িগ্রাম, চিলমারী ও লালমনিরহাট প্রতিনিধি

করোনাভাইরাসের কারণে বন্ধের দুই বছর পর আবারও কুড়িগ্রাম-চিলমারীর রমনা রেলপথে কমিউটার ট্রেন চলাচল আজ মঙ্গলবার থেকে শুরু হয়েছে। এ ছাড়া একই দিন থেকে লালমনিরহাটের বুড়িমারী হতে পার্বতীপুরগামী কমিউটার ট্রেনটি এই পথে চলবে না।

রমনা: করোনাভাইরাসের কারণে বন্ধ হওয়ার দুই বছর পর আবারও কুড়িগ্রাম-চিলমারীর রমনা রেলপথে ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। আজ থেকে এই পথে একটি কমিউটার ট্রেন চলাচল করবে।

বাংলাদেশ রেলওয়ের লালমনিরহাটের ডিভিশনাল ট্রাফিক সুপারিনটেনডেন্ট খালিদুন নেছা এসব তথ্য নিশ্চিত করেন।

এর আগে করোনাভাইরাসের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ২০২০ সালের মার্চ মাসে সারা দেশের ট্রেন চলাচল বন্ধের পাশাপাশি এই রেল পথে চলাচলকারী একমাত্র রমনা লোকাল ট্রেনটি বন্ধ করা হয়। পরে দেশের সব রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হলেও ইঞ্জিন স্বল্পতা ও জনবল সংকটের কারণে এই রেলপথে দুই বছর ট্রেন চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ। তবে এই পথে কমিউটার ট্রেন নামে রেল যোগাযোগ চালুর উদ্যোগ নিলেও রমনা লোকাল ট্রেনটি এই মুহূর্তে চালু হচ্ছে না বলে সূত্রে জানা গেছে।

ডিভিশনাল ট্রাফিক সুপারিনটেনডেন্ট খালিদুন নেছা বলেন, ‘মঙ্গলবার থেকে ট্রেন চলবে। তবে এখনো শিডিউল চূড়ান্ত হয়নি। সবকিছুই এখনো পর্যালোচনার পর্যায়ে রয়েছে। আমাদের বিভিন্ন বিভাগের মধ্যে পর্যালোচনা ও সমন্বয় করেই কর্তৃপক্ষ চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।’ কুড়িগ্রাম-রমনা রেলপথে ট্রেন চালুর পর পর্যায়ক্রমে রেলপথটি সংস্কারও করা হবে বলে জানান তিনি।

পার্বতীপুর: লালমনিরহাট রেলওয়ে বিভাগের আওতায় বুড়িমারী থেকে পার্বতীপুরগামী কমিউটার ট্রেনটি আজ থেকে পার্বতীপুর যাবে না। জনবান্ধব এই কমিউটার ট্রেনটি বন্ধ হওয়ায় দুভোগে পড়বে লালমনিরহাট জেলাবাসী।

লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় ম্যানেজার শাহ মোহাম্মদ সুফি নূর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘পার্বতীপুর না গেলেও বুড়িমারী কমিউটার ট্রেনটি সকাল ৮টায় লালমনিরহাট স্টেশন থেকে ছেড়ে বুড়িমারী যাবে। সেখানে ২০ মিনিট বিরতি দিয়ে পুনরায় লালমনিরহাটে ফিরে যাত্রা শেষ করবে।’

লালমনিরহাটে ট্রেনের নিয়মিত যাত্রী ব্যবসায়ী সাজিদ আলম আজকের পত্রিকাকে বলেন, ‘বুড়িমারী কমিউটার ট্রেনে রংপুরে যাতায়াত করতাম। এখন এটি বন্ধ হলে বিকল্প কোনো ট্রেন না থাকায় বাসে যেতে হবে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ