হোম > ছাপা সংস্করণ

মিশা ও জায়েদের বিরুদ্ধে সাধারণ ডায়েরি

বাংলাদেশ শিল্পী সমিতির সদ্য মেয়াদ শেষ হওয়া কমিটির সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খানসহ কার্যকরী কমিটির বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। সমিতির ২৪০ জন সদস্যের চাঁদা নিয়ে রসিদ না দেওয়ার অভিযোগে গত শনিবার রাতে এ জিডি করা হয়েছে। তেজগাঁও শিল্পাঞ্চল থানায় লিপিবদ্ধ হওয়া জিডির নম্বর ৩৮৮। শিল্পীদের পক্ষে জিডি করেছেন অভিনেতা মকবুল হোসেন আরমান।

জিডিতে উল্লেখ করা হয়েছে, ‘২৪০ জন সদস্য শিল্পী সমিতির বার্ষিক চাঁদা হিসেবে জনপ্রতি ২ হাজার ৪০০ টাকা করে সমিতি কর্তৃক দায়িত্বপ্রাপ্ত জাকির ও জামালের কাছে জমা দিয়েছেন। চাঁদার রসিদ সঙ্গে সঙ্গে দেওয়ার কথা থাকলেও ১৫ দিন ধরে দিচ্ছি দিচ্ছি বলে দিচ্ছেন না। জাকির ও জামালের কাছে গেলে তাঁরা জানান, সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষর করছেন না, আমি কী করব? আজ (রোববার) অবধি আমরা আমাদের চাঁদা জমা দেওয়ার কোনো রসিদ পাইনি। কিন্তু মিশা-জায়েদ খান প্যানেলের সব সদস্যের চাঁদার রসিদ দেওয়া হয়েছে।’

অভিযোগ নিয়ে জায়েদ খান বলেন, ‘আসন্ন নির্বাচন ঘিরে প্রতিপক্ষরাই ইচ্ছাকৃত আমাদের হেয় করার জন্য এই জিডি করেছেন। এটা উদ্দেশ্যপ্রণোদিত। আমরা তো শিল্পী সমিতিতেই থাকি। আমার সঙ্গে সরাসরি কথা বললেই পারতেন। আসলে আমাদের দুই বছরের সফলতায় তাঁরা ঈর্ষাকাতর।’

২৮ জানুয়ারি ২০২২-২৪ মেয়াদে শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। সেখানে বর্তমান কমিটির সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খান এক প্যানেলে নির্বাচন করবেন। অন্য প্যানেলে নেতৃত্ব দিচ্ছেন একুশে পদকজয়ী অভিনেতা ইলিয়াস কাঞ্চন ও অভিনেত্রী নিপুণ।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ