কিশোরগঞ্জের নিকলী উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সিংপুর ইউপিতে চেয়ারম্যান পদে লড়ছেন বাবা ও ছেলে। ওই ইউনিয়নের ভাটিভরাটিয়া গ্রামের বাসিন্দা জাকির হোসেন চাঁন মিয়া ও তাঁর ছেলে মাহামুদুল হাসান রকি ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন। গত সোমবার প্রিসাইডিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুজ্জামান হাবিবের কাছে দুজনই আনারস প্রতীক চেয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন। চাঁন মিয়া সিংপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও আওয়ামী কৃষক লীগের সভাপতি ছিলেন। তাঁর ছেলে রকি ছিলেন ছাত্রলীগের সমর্থক ও ঠিকাদার। আওয়ামী লীগের কর্মী ও সমর্থক হওয়া সত্ত্বেও তাঁরা কেউই আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চাননি।
বাবা ও ছেলে দিন-রাত নির্বাচনী প্রচার এবং উঠান বৈঠক চালিয়ে যাচ্ছেন। দুজনই এলাকার উন্নয়নের আশ্বাস দিচ্ছেন ভোটারদের। এ ইউপিতে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থীসহ মোট পাঁচজন প্রার্থী চেয়ারম্যান পদে লড়বেন।
এ নিয়ে জানতে চাইলে চাঁন মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘আমি আওয়ামী লীগের ত্যাগী নেতা হিসেবে জনগণের পাশে থাকতে চাই। প্রতিদ্বন্দ্বী যেই হোক, আমি নির্বাচনে লড়ব এবং বিজয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী।’
অন্যদিকে মাহামুদুল হাসান রকি বলেন, ‘মনোনয়নপত্র জমা দিয়েছি। প্রতীক পাওয়ার পর পুরোদমে মাঠে নামব। প্রতিদ্বন্দ্বী কে আমার কাছে তা মুখ্য বিষয় নয়। জনপ্রিয়তা যার বেশি, জনগণ তাঁকেই বেছে নেবেন। জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী।’
বাবা-ছেলে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি স্থানীয়ভাবে ব্যাপক আলোড়ন তৈরি করেছে।