বরিশাল জেলার গৌরনদী উপজেলার সরকারি গৌরনদী কলেজ ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক শফিকুল ইসলাম বুলেটের ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শোক র্যালি ও আলোচনা সভা করা হয়। গত শুক্রবার বিকেলে উপজেলা ও পৌর ছাত্রলীগের উদ্যোগে এ আয়োজন করা হয়।
উপজেলা কার্যালয়ের সম্মুখ থেকে শোক র্যালি বের হয়ে বরিশাল-ঢাকা মহাসড়কের বাসস্ট্যান্ড এলাকা প্রদক্ষিণ করে। উপজেলা ছাত্রলীগ কার্যালয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়েরুল ইসলাম সান্টু ভূইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র মো. হারিছুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, পৌর আওয়ামী লীগের সভাপতি মনির হোসেন হোসেন মিয়া, উপজেলা যুবলীগের সভাপতি মো. আনিছুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভা শেষে শফিকুল ইসলাম বুলেটের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।