হোম > ছাপা সংস্করণ

সিসিটিভিতে দেখা গেল চুরি, পুলিশ নিল হারানোর ডায়েরি

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের বোয়ালখালীতে এক ব্যক্তির মোটরসাইকেল চুরি হয়েছে। চুরির ঘটনাটি সিসিটিভির ফুটেজে ধরা পড়লেও পুলিশ সেটি মানতে নারাজ। এতে মোটরসাইকেলের মালিককে থানায় হারানো ডায়েরি করতে হয়েছে।

জানা গেছে, গত রোববার সন্ধ্যায় উপজেলার কানুনগোপাড়া পিওর ডেইরি ফার্মের সামনে থেকে মো. শাহেদের একটি মোটরসাইকেল চুরি হয়। এটি ফার্মের সিসিটিভিতে ধরা পড়ে।

ক্যামেরার ফুটেজে দেখা গেছে, সন্ধ্যা ৫টা ১২ মিনিটে এক যুবক শাহেদের মোটরসাইকেলটি কয়েক সেকেন্ডের মধ্যে চালু করে চালিয়ে পালিয়ে যান। এ বিষয়ে বোয়ালখালী থানার দ্বারস্থ হন ভুক্তভোগী মো. শাহেদ। তিনি দায়িত্বরত পুলিশকে বিষয়টি জানালে এবং সিসিটিভির ভিডিও ফুটেজটি দেখালেও পুলিশ হারানো ডায়েরি করতে বলেন।

শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের বাসিন্দা মো. শাহেদ বলেন, ‘আমি সব বলারও পর এবং সিসিটিভির ভিডিও ফুটেজ দেখানোর পর আমাকে পুলিশ হারানোর ডায়েরি করতে বলেন।’

এ বিষয়ে অ্যাডভোকেট শফিউল আলম খোকন বলেন, অপরাধ সংগঠিত হয়ে গেলে প্রতিকার বা ন্যায় বিচারের জন্য মামলা হবে। মোটরসাইকেল চুরির ঘটনায় হারানোর ডায়েরির বিষয়ে তিনি বলেন, বিষয়টি হাস্যকর।

এ বিষয়ে জানতে চাইলে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম আজকের পত্রিকাকে বলেন, প্রাথমিকভাবে হারানো ডায়েরি নেওয়া হয়েছে। এর প্রেক্ষিতে মোটরসাইকেলটি উদ্ধার করা হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ