নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক ব্যবসায়ীর দুটি দোকানের জিনিসপত্র সরিয়ে ভাঙচুর করে দখলে নেওয়ার অভিযোগ উঠেছে যুবলীগ নেতার বিরুদ্ধে। গত রোববার রাতে উপজেলার তালতলা এলাকায় এ ঘটনা ঘটে। এ বিষয়ে ওই ব্যবসায়ীর ছেলে শফিক মিয়া বাদী হয়ে গতকাল সোমবার দুপুরে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ করেছেন।
থানায় দায়ের করা অভিযোগ উল্লেখ করা হয়, উপজেলার জামপুর ইউনিয়নের তালতলা বাজারে সোনা মিয়া নামের এক ব্যবসায়ী ব্রাহ্মণবাওগা মৌজায় বাংলাদেশ রেলওয়ে থেকে দুই শতাংশ জমি লিজ নিয়ে দোকানঘর নির্মাণ করে ব্যবসা পরিচালনা করে আসছেন। গত রোববার রাতে সামসুল আলমের নেতৃত্বে মোহাম্মদ, বিল্লাল হোসেন, ইউসুফসহ ১০-১২ জনের একটি দল দোকানে গিয়ে মালপত্র সরিয়ে ভাঙচুর করে দখলে নিয়ে নেন।
এ বিষয়ে জামপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সামসুল আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমার পাশের জায়গা লিজ রয়েছে। এ দোকান লিজকৃত জায়গায় থাকায় ভেঙে দিয়েছি।’
সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, দোকান ভাঙচুরের ঘটনায় অভিযোগ নেওয়া হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।