হোম > ছাপা সংস্করণ

অ্যাম্বুলেন্সেই প্রাণ গেল শিশুটির

সাভার (ঢাকা) প্রতিনিধি

কোনো হাসপাতাল থেকেই বাঁচানোর আশ্বাস না পেয়ে ক্যানসার আক্রান্ত এক শিশুকে অ্যাম্বুলেন্সে করে বাড়িতে ফেরত নিয়ে যাচ্ছিল তার পরিবার। কিন্তু পথিমধ্যে অন্য এক মাইক্রোবাসের সঙ্গে সাইড দেওয়া নিয়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন অ্যাম্বুলেন্সের চালক। এক পর্যায়ে অ্যাম্বুলেন্স আটক করে এর চালক ও তাঁর হেলপারকে মারধর করা হয়। এরই মধ্যে ভেতরে ছটফট করে মৃত্যুর কোলে ঢলে পড়ে শিশুটি। বাড়ি ফেরা হয় না তার।

গতকাল মঙ্গলবার দুপুরে সাভারের আশুলিয়ার টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের নরসিংহপুর বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। নিহত আফসানা (৯) গাইবান্ধা জেলা সদর থানার মধ্য ধানগড়ার শাপলা মিল এলাকার আলম মিয়ার মেয়ে। ক্যানসারে আক্রান্ত আফসানাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রাজধানীর মহাখালীতে অবস্থিত ক্যানসার হাসপাতালে নিতে বলা হয়।

অ্যাম্বুলেন্সের চালক মারুফ হোসেন বলেন, `আমরা রোগী নিয়ে গাইবান্ধা যাচ্ছিলাম। নরসিংহপুর এলাকায় পৌঁছালে একটি মাইক্রোবাস সাইড দিচ্ছিল না। এ সময় আমার হেলপার ইমন তাঁদের জানায়, আমাদের অ্যাম্বুলেন্সে ইমার্জেন্সি রোগী আছে। আমাদের ছেড়ে দেন। এ সময় বাগ্‌বিতণ্ডা হয়। পরে লোকজন ডেকে বাইপাইল এলাকায় গাড়ি আটক করে আমাদের মারধর করা হয়। এ সময় অ্যাম্বুলেন্সের চাবি নিয়ে যান তাঁরা। চাবি নেওয়ার ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে রোগী মারা যায়। পরে পুলিশ এসে শিশুটিকে স্থানীয় নারী ও শিশু স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

অভিযুক্ত মাইক্রোবাসটির চালক নজরুল ইসলাম। তিনি বাইপাইল এলাকার আবদুল মজিদের গাড়ির চালক হিসেবে কাজ করেন। অন্যদের পরিচয় এখনো পাওয়া যায়নি। মৃত আফসানার বাবা আলম মিয়া বলেন, আমার মেয়ে ক্যানসারের রোগী। রংপুর মেডিকেল কলেজ থেকে মহাখালী ক্যানসার হাসপাতালে যেতে বলা হয়। সেখান থেকে ফিরে আমরা আবার গাইবান্ধা যাচ্ছিলাম।

এ ব্যাপারে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) সামিউল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, মৃত আফসানার মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। আফসানার বাবা বাদী হয়ে মামলা দায়ের করবেন। 

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ