হোম > ছাপা সংস্করণ

ছাতকে শিশু শিক্ষার্থীকে মারধরের ভিডিও ভাইরাল

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি

ছাতকের কালারুকা ইউনিয়নের রামপুর গ্রামে আট বছরের এক এতিম মাদ্রাসা ছাত্রের মারধরের ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনার পর স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন। তবে অভিযুক্ত শিক্ষক ও ভিডিও ধারণকারীকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন মাদ্রাসা কর্তৃপক্ষ।

ঘটনাটি হাজী ইউসুফ আলী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় ঘটে। নির্যাতিত শিশুটির নাম আবু তাহের (৮)। সে উপজেলার রাজাপুর গ্রামের বাসিন্দা।

খোঁজ নিয়ে জানা গেছে, ভাইরাল হওয়া ভিডিওটি মাস খানেক আগের। এ নিয়ে মাদ্রাসা কর্তৃপক্ষ বলছে, ভিডিওটি ভাইরাল হওয়ায় যে শিক্ষক নির্যাতন করেছিল তাঁকে এবং যে ভিডিও ধারণ করেছিলেন তাঁকেও অব্যাহতি দেওয়া হয়েছে।

দুই মিনিট ছয় সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, পায়জামা-পাঞ্জাবি পরা তিন শিক্ষার্থী দাঁড়িয়ে আছে। শিক্ষক তাদের মধ্যে এক শিশুর দুই হাতে আঘাত করছেন। শিক্ষকের পিটুনি খেয়ে শিশুটি উচ্চকণ্ঠে কাঁদতে থাকেন। এরপরেও শিশুটির শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করতে থাকেন ওই শিক্ষক। একপর্যায়ে শিশুটি ওই শিক্ষকের পায়ে ধরে। পরে স্টিলের স্কেল দিয়ে ওই শিক্ষক তাকে মারতে থাকেন।

হাজী ইউসুফ আলী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার প্রিন্সিপাল আব্দুল মুকিত কয়েক বছর আগে ওই মাদ্রাসায় নিয়োগ পান। তিনি উপজেলার রহমতপুর গ্রামের বাসিন্দা। নিয়োগের পর থেকে ওই শিক্ষক প্রায়ই শিশুদের মারধর করতেন বলে অভিযোগ রয়েছে।

প্রতিষ্ঠানের সভাপতি মো. কমর উদ্দিন বলেন, ঘটনাটি বেশ আগের। এ ঘটনায় নির্যাতনকারী শিক্ষকসহ ভিডিও ধারণকারী শিক্ষক দুজনকেই চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

হাজী ইউসুফ আলী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল গোলাম রসুল বলেন, ‘মাওলানা আব্দুল মুকিতকে মাদ্রাসা থেকে অব্যাহতি দিয়ে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে।’

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, আমরা এ বিষয়ে আগে শুনিনি। ভিডিও ভাইরাল হওয়ায় বিষয়টি জেনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ