মানিকগঞ্জের সিঙ্গাইরে একটি পরিবারের বিরুদ্ধে ডাকাতির নাটক সাজিয়ে জাতীয় জরুরি সেবা নম্বর-৯৯৯-এ ফোন করে প্রতিপক্ষকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ অভিযোগটি উঠেছেন উপজেলার ধল্লা ইউনিয়নের আঠালিয়া গ্রামের হাজি মোতালেব হোসেনের বিরুদ্ধে।
স্থানীয় বাসিন্দারা জানান, জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে ওই গ্রামের শাহজাহান বেপারী, আলমাছ ও হাসমত আলীর পরিবারের সঙ্গে হাজী মোতালেব হোসেনের বিরোধ চলে আসছে। এরই জেরে মোতালেব এ নাটক সৃষ্টি করেছেন।
শাহজাহান বলেন, ‘বিরোধপূর্ণ জমি নিয়ে এলাকায় একাধিক সালিসে আমাদের পক্ষে রায় হয়। এ অবস্থায় আমাদের ফাঁসাতে শনিবার রাত ৯টার দিকে নিজেরাই বাড়িঘর ও আসবাবপত্র ভাঙচুর করে ডাকাতির নাটক সাজান হাজী মোতালেব ও তার পরিবার।’
হাজী মোতালেব হোসেন জমি নিয়ে বিরোধের কথা স্বীকার করে বলেন, ‘গত শনিবার রাত ৯টায় শাহজাহান, আলমাছ খান ও তাঁদের স্বজনরা আমার ঘরবাড়ি ভাঙচুর করে নগদ ২ লাখ টাকা ও ১৫ ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে।’ তবে এ বিষয়ে মোতালেবের ছেলে রিপন মাহমুদের কাছে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
ধল্লা পুলিশ ফাঁড়ির ইনচার্জ, উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন বলেন, ‘৯৯৯-থেকে ফোন পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই। সেখানে গিয়ে ডাকাতি ও লুটপাটের সত্যতা পাওয়া যায়নি। প্রতিপক্ষকে ফাঁসাতে ডাকাতির নাটক সাজান মোতালেব ও তাঁর বাড়ির লোকজন। পরে তাঁরা এই ঘটনার জন্য ভুল ও দুঃখ প্রকাশ করেন। ভুক্তভোগী পরিবার লিখিত অভিযোগ দিলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’