ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ৭ ইউনিয়নের ৪৬ জন নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে করতে চান। গত রোববার বিকেলে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় তাঁরা ইউপি নির্বাচন করতে আগ্রহ প্রকাশ করেন।
বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাংসদ মোছলেম উদ্দীন আহমদ।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান।
সভায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য ৭ ইউনিয়ন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের নাম সংগ্রহ করা হয়। এতে সাত ইউপি থেকে ৪৬ জন মনোনয়ন প্রত্যাশী উপস্থিত ছিলেন। এঁরা হলেন শাকপুরা ইউপির বর্তমান চেয়ারম্যান আবদুল মান্নান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুর রউফ, কড়লডেঙ্গা ইউনিয়নে সাবেক চেয়ারম্যান মনসুর আহামদ, ছাত্রলীগ নেতা মামুনুর রশিদ মামুন প্রমুখ।
দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি সাংসদ মোছলেম উদ্দীন আহমদ বলেন, ‘তৃণমূলের ত্যাগী কর্মীদের মূল্যায়ন করা হবে। দক্ষিণ চট্টগ্রামের সব ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থীর বিজয় নিশ্চিত করতে হবে।’