মাদারীপুরে ঘোড়া প্রতীকের নির্বাচনী প্রচারণায় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার রাতে মাদারীপুর সদর কালিকাপুর ইউনিয়নের বাংলাবাজার কাঠেরপুল এলাকায় এ ঘটনা ঘটে। তবে কেউ হতাহতের ঘটনা ঘটেনি।
কালিকাপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী এজাজুর রহমান আকন প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবু তালেব ব্যাপারীর বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, ‘কাঠেরপুল এলাকায় নির্ধারিত ঘোড়া প্রতীকের নির্বাচনী প্রচারণায় মাইকিং চলছিল। এ সময় ১০-১৫ জন লোক এসে মাইক ও ভ্যানগাড়িকে লক্ষ্য করে বোমার বিস্ফোরণ ঘটান। এতে ভ্যানচালক প্রাণে বেঁচে গেলেও, ভ্যান ও মাইক দুমড়ে-মুচড়ে যায়। এ ছাড়া ভোটের দিন প্রতিপক্ষের লোক কেন্দ্র দখল করে ভোট ছিনতাইয়ের ঘটনা ঘটাতে পারে বলে অভিযোগ করেন এজাজুর রহমান আকন। তাই ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের দাবি জানান তিনি।
এদিকে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবু তালেব ব্যাপারী অভিযোগ অস্বীকার করে পাল্টা অভিযোগ তুলে বলেন, ‘প্রতিদ্বন্দ্বী প্রার্থী নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনে তাঁর কর্মী-সমর্থকদের দিয়ে এ ঘটনা ঘটিয়ে মিথ্যা অভিযোগে ফাঁসানোর চেষ্টা করছেন। এজাজুর রহমান আকন তাঁর লোকজন দিয়ে উল্টো আমার লোকদের ভয়ভীতি দেখান এবং রাতের আঁধারে আমাদের ব্যানার ছিঁড়ে ফেলেন। তাঁরা নিজেরাই বোমাবাজি করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করছেন। আমি নির্বাচন নিরপেক্ষ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছি।’
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মিঞা বলেন, ‘খবর পেয়েই পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’
জেলা নির্বাচন কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, ‘নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত করার জন্য আমরা সব ধরনের ব্যবস্থা নেব।’