জয়পুরহাটে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. রুস্তম আলীর আদালত বর্জন করেছেন আইনজীবীরা। তাঁকে প্রত্যাহারের দাবিতে গতকাল সোমবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য এ কর্মসূচি শুরু করেছেন জয়পুরহাটের আইনজীবীরা।
মো. রুস্তম আলী প্রত্যাহার না হওয়া পর্যন্ত আইনজীবীদের আদালত বর্জন কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শাহনূর রহমান শাহীন।
জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মণ্ডল এতে সভাপতিত্ব করেন। সভায় বক্তব্য দেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহনূর রহমান শাহীন প্রমুখ।