হোম > ছাপা সংস্করণ

টাকা পাওয়ার ৩ বছর পর হাটে শেড নির্মাণ শুরু

কাউনিয়া প্রতিনিধি

কাউনিয়ায় সরকারি তহবিল থেকে টাকা উত্তোলনের তিন বছর পর হারাগাছ ইউনিয়নের খানসামা হাটে শেড নির্মাণের কাজ শুরু করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা তারিন গতকাল মঙ্গলবার দুপুরে নির্মাণকাজের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান জেমি, হারাগাছ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রাজু আহমেদ ও সাবেক চেয়ারম্যান রাকিবুল ইসলাম পলাশ।

উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, খানসামা হাটে শেড নির্মাণের জন্য ২০১৮-১৯ অর্থবছরে হাটবাজার তহবিল থেকে ৮ লাখ ৭২ হাজার ১১০ টাকা বরাদ্দ আসে। পরে এ বিষয়ে দরপত্র আহ্বান করা হয়। ওই অর্থবছরে ইউএনওর সাক্ষরে নির্মাণকাজ শুরু দেখিয়ে সরকারি তহবিল থেকে ৫০ ভাগ টাকা উত্তোলন করা হয়।

কিন্তু কিছু জটিলতার কারণে ইউনিয়ন পরিষদ দীর্ঘদিন ধরে নির্মাণকাজ শুরু করতে পারেনি। জটিলতায় শেষ হওয়ায় গতকাল কাজ শুরু করা হয়।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, তৎকালীন ইউএনওর নজরদারি না থাকায় সরকারি তহবিল থেকে টাকা উত্তোলনের পরেও নির্মাণকাজ শুরু করা হয়নি।

যোগাযোগ করা হলে ইউএনও তাহমিনা তারিন বলেন, ‘২০১৮-১৯ অর্থবছরে এই উপজেলায় নির্বাহী কর্মকর্তার দায়িত্বে ছিলেন বর্তমানে ঢাকা সচিবালয় থাকা মোছা. উলফাত আরা বেগম। এ ব্যাপারে তিনি ভালো বলতে পারবেন।’

এ প্রসঙ্গে উলফত আরা বেগমের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি কল রিসিভ না করায় মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ