হোম > ছাপা সংস্করণ

চলছে শেষ মুহূর্তের প্রচার

দিনাজপুর প্রতিনিধি

ঘোড়াঘাট পৌরসভা নির্বাচনকে ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রচার। হাতে সময় আর মাত্র কয়েক ঘণ্টা। এর পরেই বিধিমালা অনুযায়ী বন্ধ হয়ে যাবে সব ধরনের প্রচার-প্রচারণা। শেষ সময়টুকু কাজে লাগাতে নির্ঘুম সময় পার করছেন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। আগামী ২ নভেম্বর অনুষ্ঠিত হবে এই পৌরসভার নির্বাচন। নির্বাচনী বিধিমালা অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ৪৮ ঘণ্টা আগে থেকে বন্ধ থাকবে সব ধরনের প্রচার প্রচারণা। সে অনুযায়ী আজ রোববার রাত ১২টা পর্যন্ত প্রচারণা চালানোর সুযোগ পাবেন প্রার্থীরা।

এবারের নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন চারজন প্রার্থী। সাধারণ কাউন্সিলর পদে ৩২ ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন নয়জন। শেষ সময়ে পৌরসভার প্রতিটি ভোটারের কাছে পৌঁছার চেষ্টা করছেন প্রার্থীরা। চাইছেন ভোট ও দোয়া। নানা ধরনের উন্নয়নের প্রতিশ্রুতি দিতেও ভুলছেন না প্রার্থীরা।

তবে সাধারণ ভোটাররা বলছেন, সৎ ও যোগ্য ব্যক্তি দেখেই ভোট দেবেন তাঁরা। কথার ফুলঝুড়িতে নয়, যাঁরা এলাকার উন্নয়ন করবেন তাদেরই গলায় জয়ের মালা পরাবেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাফিউল আলম জানান, আজ রোববার প্রচারণার শেষ দিন। উৎসবমুখর পরিবেশে প্রচারণা চলছে। এবার ইভিএম মেশিনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে জানিয়ে তিনি বলেন, এ ব্যাপারে যথেষ্ট প্রচারণা চালানো হয়েছে।

ঘোড়াঘাট থানার ওসি আবু হাসান কবির জানান, আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে। নির্বাচনের দিন পুলিশের পাশাপাশি র‍্যাব, বিজিবি টহল দেবে। একাধিক নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে থাকবেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ