ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পরিবার কল্যাণ সেবা সপ্তাহ উদ্যাপন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় করোনাকালীন অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ রোধ করাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়। আগামী ১৮ থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে পরিবার কল্যাণ সেবা প্রচার সপ্তাহ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ উল আলমের সভাপতিত্বে অবহিতকরণ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট রাশেদুল কাওছার ভূঁইয়া জীবন।
বিশেষ অতিথি ছিলেন কসবা পৌর মেয়র গোলাম হাক্কানী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা সিদ্দিকী ও উপজেলা পরিবার কল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মো. কামরুল হাসান ইমন প্রমুখ।
অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলার পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন মিডিয়ায় সাংবাদিকেরা।