হোম > ছাপা সংস্করণ

দর্শকের পছন্দের সেরা সিনেমা ‘নো ল্যান্ডস ম্যান’

ফ্রান্সের ২৮তম ভেসুল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দর্শক পছন্দে সেরা সিনেমা নির্বাচিত হয়েছে মোস্তফা সরয়ার ফারুকীর ‘নো ল্যান্ডস ম্যান’। উৎসব শুরু হয়েছে ২ ফেব্রুয়ারি। ৮ ফেব্রুয়ারি সমাপনী অনুষ্ঠানে পুরস্কার প্রদানের মাধ্যমে শেষ হয়। উৎসবে উপস্থিত থেকে পুরস্কার গ্রহণের পর নিজের ফেসবুক পোস্টে শেয়ার করে খবরটি নিশ্চিত করেছেন নির্মাতা ফারুকী।

ফারুকী লেখেন, ‘আজ সিনেমাটি ভেসুল ফিল্ম ফেস্টিভ্যালে “প্রিক্স দ্যু পাবলিক” পুরস্কার জিতেছে। এই পুরস্কার তিন মহাদেশে বিস্তৃত আমার পুরো টিমের জন্য। জানি, দর্শকদের সিনেমাটি দেখতে তর সইছে না। আশা করি, শিগগিরই সেটা সম্ভব হবে।’

এর আগে ৫ ফেব্রুয়ারি সিনেমাটির প্রথম প্রদর্শনীতে উপস্থিত হতে পারেননি ফারুকী। পরদিন দ্বিতীয় প্রদর্শনীতে ছিলেন তিনি। অংশ নিয়েছেন দর্শকের প্রশ্নোত্তরপর্বে।

তৃতীয় বিশ্বের একজন মানুষের জীবনের নানা টানাপোড়েন আর অস্তিত্বহীনতার বেদনা নিয়েই তৈরি হয়েছে ‘নো ল্যান্ডস ম্যান’। এর মূল চরিত্রে অভিনয় করেছেন বলিউড অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকি। আরও অভিনয় করেছেন বাংলাদেশের তাহসান, অস্ট্রেলিয়ার মেগান মিশেল, ভারতের ঈশা চোপড়া, বিক্রম কোচার, কিরণ প্রমুখ। প্রযোজনা করেছেন ফরিদুর রেজা সাগর, অঞ্জন চৌধুরী, নুসরাত ইমরোজ তিশা, ভারতীয় নওয়াজুদ্দিন সিদ্দিকি ও আমেরিকান প্রযোজক শ্রীহরি সাঠে। সহপ্রযোজনার পাশাপাশি সংগীত পরিচালনা করেছেন এ আর রাহমান।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ