নরসিংদীতে গত শনিবার সকাল ৮টা থেকে গতকাল রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে আরও তিনজনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৯০ জনে ও করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১১ হাজার ৪৩৫ জনে। গতকাল রোববার বিকেলে নরসিংদীর সিভিল সার্জন মো. নূরুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন।
সিভিল সার্জন আরও জানান, গত ২৪ ঘণ্টায় মোট ৩৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২০টি নমুনার র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় একজন এবং ১৮টি নমুনার আরটিপিসিআর ল্যাবে পরীক্ষায় দুজনের দেহে করোনা শনাক্ত হয়। আক্রান্তরা সদর উপজেলার বাসিন্দা। নমুনার সংখ্যা বিবেচনায় শনাক্তের হার ৭ দশমিক ৮৯ শতাংশ। মারা যাওয়া করোনা রোগীর বয়স ২২ বছর। তিনি রায়পুরা উপজেলার বাসিন্দা। বর্তমানে জেলায় করোনা রোগীর সংখ্যা ১৮। এর মধ্যে দুজন হাসপাতালে থেকে চিকিৎসা নিচ্ছেন এবং বাকিরা সবাই বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন। এ ছাড়া হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে আছেন ১২ জন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৫ জন।