যশোর শিক্ষা বোর্ডের অধীনে এবার এসএসসি পরীক্ষায় অংশ নেবে ১ লাখ ৮১ হাজার ৪৩০ শিক্ষার্থী। এর মধ্যে ৯২ হাজার ৪৪২ জন ছেলে এবং ৮৮ হাজার ৯৮৮ জন মেয়ে পরীক্ষার্থী অংশ নেবে। এবারের পরীক্ষায় মেয়ের চেয়ে ৩ হাজার ৪৫৪ জন বেশি ছেলে পরীক্ষায় অংশ নেবে।
এর মধ্যে নিয়মিত পরীক্ষার্থী ১ লাখ ৫৭ হাজার ১৬৫ জন। আর অনিয়মিত পরীক্ষার্থী রয়েছে ২৩ হাজার ৯৭১ জন। পরীক্ষার খাতা কেন্দ্রে পাঠিয়ে দেওয়াসহ সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানান বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র।
আগামী ১৪ নভেম্বর থেকে যশোর শিক্ষা বোর্ডের আওতায় ২৯১টি কেন্দ্রে শুরু হবে এসএসসি পরীক্ষা।
যশোর শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, ১ লাখ ৮১ হাজার ৪৩০ শিক্ষার্থীর মধ্যে যশোর জেলার ৫২ কেন্দ্রে অংশ নেবে ৩০ হাজার ৯৭ জন পরীক্ষার্থী। এর মধ্যে ছেলে ১৫ হাজার ৪১৯ জন এবং মেয়ে ১৪ হাজার ৬৭৮ জন।
খুলনা জেলায় ৫৮ কেন্দ্রে অংশ নেবে ২৭ হাজার ২১৮ জন পরীক্ষার্থী। এর মধ্যে ছেলে ১৫ হাজার ৬০৭ জন ও মেয়ে ১৩ হাজার ৬৮৫ জন।
এদিকে গত কয়েক বছর ধরেই যশোর শিক্ষা বোর্ডে মেয়ে পরীক্ষার্থীর সংখ্যা বেশি ছিল। কিন্তু এবার সেটি অনেক কমেছে।
পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র জানান, এবার স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার ক্ষেত্রে কেন্দ্র সচিবদের দায়িত্ব অবহেলা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। কেউ যদি দায়িত্বে অবহেলা করে, তাহলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।