মনিরামপুরে ১২ দিন ধরে বন্ধ রয়েছে করোনার টিকার নিবন্ধন। স্থানীয়দের অভিযোগ, এ কয়েক দিনে সুরক্ষা অ্যাপে ঢুকে টিকার জন্য নতুন করে কেউ নিবন্ধন করতে পারছেন না। টিকার নিবন্ধন বন্ধ থাকার বিষয়টি মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান কর্মকর্তার নজরে এলেও এ বিষয়ে কার্যকরী ভূমিকা রাখতে পারেননি তিনি।
গতকাল শনিবার বিকেল পর্যন্ত দেখা গেছে, সুরক্ষা অ্যাপে সব তথ্য সঠিকভাবে দিয়ে চেষ্টা করা হলেও টিকার নিবন্ধন নিচ্ছে না। মনিরামপুর হাসপাতাল কেন্দ্র পূর্ণ দেখাচ্ছে। অন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কেন্দ্রের নাম উল্লেখ করতে বলা হচ্ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২৫ জানুয়ারি থেকে সুরক্ষা অ্যাপের মাধ্যমে টিকার নিবন্ধন করাতে ব্যর্থ হচ্ছেন টিকা নিতে আগ্রহীরা। এর আগেও ২০২১ সালের ২০ অক্টোবর প্রায় এক সপ্তাহ এ উপজেলায় টিকার নিবন্ধন বন্ধ ছিল। তখন টিকার নিবন্ধন করাতে অনেকেই ভোগান্তির শিকার হন। ওই সময় এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাদের টনক নড়ে এবং সমস্যার সমাধান হয়। ওই ঘটনার ৪ মাস পর আবারও এক সমস্যা দেখা দিয়েছে।
মনিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তন্ময় বিশ্বাস বলেন, ‘আগেও টিকার নিবন্ধন বন্ধ থাকার বিষয়টি সিভিল সার্জন ও ঢাকায় জানিয়েছি। আজ আবার কথা বলেছি। সমস্যাটা শিগগিরই সমাধান করে দেওয়া হবে বলে জানানো হয়েছে।’