বাংলাবাজার-শিমুলিয়া নৌপথে দীর্ঘ ২৮ দিন পর ফেরি চলাচল শুরু হলেও আপাতত শুধু দিনে চলবে ফেরি। সকাল ৬টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মোট ১০ ঘণ্টা চলাচল করবে ফেরি।
প্রতিদিন ৪-৫টি ছোট ফেরি দিয়ে হালকা যানবাহন পারাপার করা হবে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসি’র বাংলাবাজার ঘাট কর্তৃপক্ষ। গত সোমবার থেকে ফেরি চলাচল শুরু করেছে। এ দিনে সকালে কুঞ্জলতা ও বেগম সুফিয়া কামাল নামের দুটি ফেরি চলাচল করে। গতকাল মঙ্গলবার সকাল ৬টা থেকে ফেরি সুফিয়া কামাল, বেগম রোকেয়া, কুঞ্জলতা ও কদম চলাচল শুরু করেছে।
বিআইডব্লিউটিসি’র বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে, স্রোত কমে যাওয়ায় গত সোমবার থেকে চালু হয়েছে ফেরি চলাচল। ফেরি চালু হওয়ায় মঙ্গলবার সকাল থেকেই নৌপথে আসতে শুরু করেছে হালকা যানবাহন। প্রতিদিন ১০ ঘণ্টা করে মাঝারি মানের চারটি ফেরি দিয়ে হালকা যানবাহন পারাপার করা হবে। আপাতত বন্ধ রাখা হয়েছে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাক, কাভার্ডভ্যান পারাপার।
বিআইডব্লিউটিসি’র বাংলাবাজার ঘাটের ব্যবস্থাপক সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘ফেরি সকাল থেকে বিকেল পর্যন্ত চলবে। প্রতিদিন ৪-৫টি ফেরিতে ছোট যানবাহন পারাপার করবে।’