বাবুগঞ্জ প্রতিনিধি
বাবুগঞ্জ উপজেলার বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নগর ইউনিয়নের ইসলামপুর বায়তুল আমান জামে মসজিদের ইমাম মাওলানা মুহাম্মাদ ইয়াকুব আলীকে (৪৬) কুপিয়ে হাত বিচ্ছিন্ন করার ঘটনায় অপরাধীর ফাঁসির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিকেলে ইমাম পরিষদের ব্যানারে জাহাঙ্গীর নগর ইউনিয়নের শিলনদিয়া বাজারে এটি অনুষ্ঠিত হয়েছে।
জেলা ইমাম পরিষদের সভাপতি মাওলানা মো. নেছার উদ্দিন খানের সভাপতিত্বে প্রতিবাদ সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীরের ছোট ভাই মঞ্জুর রহমান বাচ্চুসহ আরও অনেকে।