বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে বিএসটিআই এর অভিযানে দুইটি প্রতিষ্ঠানকে এক লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল রোববার বেলা সাড়ে ১২টার দিকে সান্তাহার পূর্ব ঢাকা রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে অস্বাস্থ্যকর পরিবেশের কারণে একটি দাঁতের মাজন ফ্যাক্টরিকে ৫০ হাজার এবং নিম্নমান ও অবৈধভাবে বিএসটিআই স্ট্যান্ডার্ড মার্ক ব্যবহার করায় মেসার্স উত্তম ফ্লাওয়ার অ্যান্ড ওয়েল মিলকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্রাবণী রায়।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিএসটিআই এর পরিদর্শন কর্মকর্তা জুনায়েদ আহম্মেদ, বগুড়া র্যাব-১২ এর উপসহকারী পরিচালক আখতার প্রমুখ।