নোয়াখালী জেলা কারাগারের মো. সাগর (২৯) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। তিনি সোনাইমুড়ী থানায় করা নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলায় গত আগস্টে গ্রেপ্তার হয়েছিলেন।
গতকাল বুধবার সকাল পৌনে ৮টার দিকে অসুস্থ অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত মো. সাগর সোনাইমুড়ী উপজেলার বগাদিয়া গ্রামের শফি উল্যার ছেলে।
জেলা কারা কর্তৃপক্ষ জানায়, নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলায় চলতি বছরের গত ৯ আগস্ট সাগরকে গ্রেপ্তার করে পুলিশ। পরে বিচারিক আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়। গতকাল ভোরে কারা অভ্যন্তরে হাঁটার সময় হঠাৎ মাথা ঘুরে পড়ে যান তিনি। দ্রুত তাঁকে প্রথমে কারা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের জন্য হাজতির লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।