মির্জাগঞ্জ উপজেলায় বয়স্ক, বিধবা ও স্বামী নিগৃহীতা নারীদের ভাতার আবেদন বরাদ্দের চেয়ে বেশি পড়েছে। উপজেলায় ভাতার জন্য মোট ৫৫৪টি আবেদন বেশি পড়েছে।
সমাজসেবা কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলায় বয়স্ক ভাতা পাওয়ার জন্য ২ হাজার ৭৬৩ জন ও বিধবা ভাতার জন্য ২ হাজার ৮৯ জনের নতুন আবেদন পড়েছে। কিন্তু মির্জাগঞ্জ উপজেলা বয়স্ক ভাতার জন্য বরাদ্দ পেয়েছে ২ হাজার ৭৩৮ ও বিধবা ভাতার জন্য ১ হাজার ৫৬০ জনের। ফলে বরাদ্দের চেয়ে বয়স্ক ভাতায় ২৫ ও বিধবা ভাতায় ৫২৯ জনের আবেদন বেশি পড়েছে।
উপজেলায় আগের ভাতাভোগী আছেন ৯ হাজার ৩০৫ জন। এর মধ্যে বয়স্ক ভাতায় ৫ হাজার ৩০ জন, বিধবা ভাতায় ২ হাজার ৬২৪ জন, প্রতিবন্ধী ভাতায় ১ হাজার ৫৪৭ জন, হিজড়া ও বেদে ভাতায় রয়েছেন ১০৪ জন।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, ‘আবেদনগুলো যাচাই-বাছাই চলছে। বয়স্ক ভাতায় আগের অনেক ভাতাভোগী মারা গেছেন, সে ক্ষেত্রে তা সমন্বয় করা যাবে। কিন্তু বিধবা ভাতায় আবেদনকারীদের অপেক্ষমাণ তালিকায় রাখা হবে। বরাদ্দ পেলে তাঁদের ভাতা দেওয়া হবে।’