হোম > ছাপা সংস্করণ

কারখানায় শ্রমিকের মৃত্যু, ভাঙচুর

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর মহানগরীর যোগীতলা এলাকায় অ্যাপারেলস প্লাস ইকো লিমিটেড নামের একটি তৈরি পোশাক কারখানায় অসুস্থ হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এদিকে শ্রমিকের মৃত্যুর ঘটনায় বিক্ষুব্ধ শ্রমিকেরা একই মালিকের অপর একটি কারখানায় ভাঙচুর চালিয়েছেন। এ সময় পরিস্থিতি শান্ত করতে গিয়ে শ্রমিকদের ছোড়া ইটের আঘাতে শিল্প পুলিশের এক পরিদর্শক আহত হন।

কারখানার শ্রমিকেরা জানান, গতকাল রোববার সকালে কারখানার সুইং সেকশনের আয়রনম্যান শাহ আলম (৩৩) কাজ করার সময় অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার জন্য গাড়ি চাইলে কারখানা কর্তৃপক্ষ অনীহা প্রকাশ করে। শ্রমিকেরা ব্যাটারিচালিত অটোরিকশায় করে হাসপাতালে নিলে চিকিৎসক শাহ আলমকে মৃত ঘোষণা করেন।

শাহ আলমের বাড়ি ময়মনসিংহের নান্দাইল থানার মুসল্লিপাড়া এলাকায়।

কারখানা কর্তৃপক্ষ সঠিক সময়ে চিকিৎসা দেয়নি, তাদের অবহেলায় বিনা চিকিৎসায় শাহ আলম মারা গেছেন—এমন খবর ছড়িয়ে পড়লে শ্রমিকেরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। টিএনজেড অ্যাপারেলস লিমিটেড কারখানার গেট ও জানালার কাচ ভাঙচুর করেন। পরে ঢাকা-বাইপাস সড়ক অবরোধের চেষ্টা করেন। ঘটনাস্থলে যায় শিল্প পুলিশ। শ্রমিকদের ইটের আঘাতে পরিদর্শক এনামুল হক আহত হন।

বাসন থানার ওসি মালেক খসরু খাঁন জানান, শাহ আলম স্ট্রোকে মারা গেছেন। স্বজনেরা তাঁর মরদেহ নিয়ে গ্রামের বাড়িতে রওনা দিয়েছেন। কারখানার পরিবেশ শান্ত রয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ