রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীতে প্রতিবন্ধী এক শিশুকে ধর্ষণের দায়ে উজ্জ্বল গাজী নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া তাঁকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। গত সোমবার বিকেলে রাজবাড়ী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক শারমীন নিগার এ রায় দেন।
উজ্জ্বল রাজবাড়ী সদর উপজেলার মৃত আলী হোসেন গাজীর ছেলে। ২০২০ সালের ১০ মার্চ ধর্ষণের ঘটনা ঘটে।