হোম > ছাপা সংস্করণ

খুলনায় ওজোপাডিকোর দেয়াল ধসে শিশুর মৃত্যু

খুলনা প্রতিনিধি

খুলনার করিমনগরে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) দেয়াল ধসে তামিম নামের এক শিশুর মৃত্যু ও দুই শিশু আহত হয়েছে। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর করিমনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দেয়ালধসে প্রথমে তিন শিশু আহত হয়। তারা হলো করিমনগর এলাকার মিঠুর ছেলে তামিম (৬), একই এলাকার মাসুদ রানার ছেলে ইয়ামিন (১০) ও রাব্বি। এদের মধ্যে তামিম ও ইয়ামিনের আঘাত গুরুতর হওয়ায় তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়। বিকেলে সাড়ে ৩টার দিকে বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তামিম মারা যায়। আর প্রাথমিক চিকিৎসা দিয়ে রাব্বিকে ছেড়ে দেয় হাসপাতাল।

সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক জানান, ওজোপাডিকোর অফিসের পেছনের দেয়াল অনেক পুরোনো ও জরাজীর্ণ। স্থানীয়রা কর্তৃপক্ষকে প্রাচীরটি সংস্কার করার জন্য বারবার অনুরোধ করে আসছিলেন। গত শুক্রবার সকালে ওই তিন শিশু অফিসের পেছনের একটি রাস্তায় খেলা করছিল। হঠাৎ প্রাচীরটি ভেঙে তাঁদের গায়ের ওপরে পড়ে।

ইয়ামিনের বাবা মাসুদ রানা বলেন, ‘ওজোপাডিকো কর্তৃপক্ষকে আমরা বারবার জানিয়েছি বিষয়টি। কিন্তু তাঁরা আমাদের কথায় কোনো কর্ণপাত করেননি। আর আজ এ দুর্ঘটনা ঘটল।’

এই ঘটনায় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁরা জানান, ২০ বছরের বেশি পুরোনো সীমানা প্রাচীর সংস্কারের জন্য বিভিন্ন সময় দাবি জানিয়ে আসলেও বিদ্যুৎ বিভাগ তা করেনি। এলাকার আবু তাহের বলেন, ‘আমরা বিদ্যুৎ বিভাগকে বহুবার দেয়ালটি সংস্কারের দাবি জানিয়েছি। কিন্তু বিদ্যুৎ বিভাগ তা করেনি।’

ওজাপিডোকোর নিরাপত্তা শাখার জুনিয়ার সহকারী ব্যবস্থাপনা স. ম. তমিজ উদ্দিন বলেন, ‘এই ধরনের দুর্ঘটনা অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক। বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দেওয়ার ব্যবস্থা করা হবে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ