চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার উপাদী দক্ষিণ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ঘোড়াধারিতে নৌকা প্রতীক পুড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত রোববার গভীর রাতে ১৭৭ নম্বর ঘোড়াধারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সেতুর ওপর সাঁটানো নৌকা প্রতীকে কেরোসিন ঢেলে পুড়িয়ে দেওয়া হয়।
উপাদী দক্ষিণ ইউপির নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মো. গোলাম মোস্তফা বলেন, ‘বিষয়টি স্থানীয় সাংসদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা নির্বাচন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সবাইকে জানিয়েছি।’
রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বোরহান উদ্দিন বলেন, ‘অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।’
স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ইউসুফ পাটোয়ারী এ অভিযোগ অস্বীকার করেন।
মতলব দক্ষিণ ওসি মোহাম্মদ মহিউদ্দিন মিয়া জানান, এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।