রাজশাহীর চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদের একটি নির্বাচনী কার্যালয় পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।
গত সোমবার দিবাগত রাতে শলুয়া ইউনিয়নের বালুদিয়াড় বাজারে নৌকার নির্বাচনী কার্যালয়ে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। আগুন দেওয়ার জন্য প্রতিপক্ষ প্রার্থীদের দায়ী করছেন আবুল কালাম আজাদ।
তবে অভিযোগ অস্বীকার করেছেন স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক মাসুম ও আবুল কালাম আজাদ। জনগণের সহানুভূতি আদায় ও তাঁদের কর্মীদের ঝামেলায় ফেলাতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও তাঁর লোকজন এমন একটি নাটক সাজিয়েছেন বলে দাবি করেছেন তাঁরা।
আগামী ২৬ ডিসেম্বর এই ইউনিয়ন পরিষদে ভোট হবে।