হোম > ছাপা সংস্করণ

৩৫ কেজি ওজনের আলু

মাগুরা প্রতিনিধি

মাগুরা সদর উপজেলার হাজরাপুর ইউনিয়নের ইছাখাদা গ্রামের চাষি মীর আজাদ ৩৫ কেজি ওজনের একটি (মেটে) আলু বিক্রি করেছেন ১ হাজার ৫০ টাকায়। তাঁর বাড়ির আঙিনায় চাষ করা হয়েছিল এই আলু। স্থানীয়ভাবে এটি মুন্সীআলু হিসেবে পরিচিত।

গত মঙ্গলবার বিকেলে মীর আজাদ সদরের ইছাখাদা বাজারে আলুটি বিক্রির জন্য আনলে ফরিদপুর থেকে আসা পাইকারি সবজি ব্যবসায়ী তপন বিশ্বাস ৩০ টাকা দরে ১ হাজার ৫০ টাকা দিয়ে আলুটি ক্রয় করেন। এ সময় আলুটি দেখতে ইছাখাদা বাজারে উৎসুক জনতা ভিড় করে।

মীর আজাদ জানান, আমি ২ বছর আগে পাশের গ্রাম নড়িহাটির কৃষক ওয়াজেদ আলীর কাছ থেকে মুন্সীআলুর একটি বীজ এনে বাড়ির আঙিনায় রোপণ করি। প্রথম বছরে সেই আলুটির ওজন হয় ২২ কেজি। যা পাড়া প্রতিবেশীর মধ্যে বিলি করে দেই। এরপর গত বছর আবার ওই আলু থেকে ৪টি বীজ রোপণ করি। যা থেকে আজ দুপুরে ১টি আলু তুলেছি। এর ওজন হয়েছে ৩৫ কেজি।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি মাগুরার-উপপরিচালক কৃষিবিদ ড. হায়াত মাহমুদ জানান, সাধারণত এ ধরনের আলু পতিত জমিতে বা বাড়ির আঙিনায় দেখা যায়। বৈশাখ মাসে এ আলুর বীজ রোপণ করতে হয়। মাটির নিচে হওয়া এ আলু চাষে তেমন কোনো খরচ হয় না। এক বছর বা এর অধিক সময়ের ব্যবধানে এ আলুর ওজন চল্লিশ থেকে পঞ্চাশ কেজিও হয়ে থাকে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ