হোম > ছাপা সংস্করণ

শীতে বাড়তি আয়

মোহাম্মদ উজ্জ্বল, মহম্মদপুর (মাগুরা)

মহম্মদপুর উপজেলার প্রতিটি হাট বাজারে কাঁচা রস ও পাটালি বিক্রি করে বাড়তি আয় করছেন এখানকার গাছিরা। সড়কের দুপাশে ও বাড়ির আঙিনায় অসংখ্য খেজুর গাছ থেকে এখন রস পাওয়া যাবে । সেই রস আহরণ করে বাড়তি আয়ের মুখ দেখছেন তাঁরা। আটটি ইউনিয়নে প্রায় ৩০০ লোক এ পেশার সঙ্গে জড়িত।

কুয়াশা শীত উপেক্ষা করে খেজুরের রস সংগ্রহের সময় দেন গাছিরা। সুস্বাদু এই রস আগুনে জ্বাল দিয়ে বানানো হয় বিভিন্ন রকমের পাটালি ও গুড়। ফলে কাজের চাপে দম নেওয়ার সময় পান না তাঁরা।খেজুর গাছ সংকটের কারণে প্রতি বছরের মতো এ বছরও চাহিদা অনুযায়ী রস পাওয়া যাবে না বলে আশঙ্কা করেছেন গাছিরা।

উপজেলার চালিমিয়া গ্রামের গাছি নরেশ কুমার জানান, ‘শীত মৌসুমের শুরুতেই খেজুর গাছের রস সংগ্রহ করা হয়। বছরের চার মাস রস সংগ্রহ করা যায়। রস, পাটালি, গুড় তৈরি করে বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করি আমরা। এক গ্লাস রস বাজারে ৫ টাকায় বিক্রি করি।’

মহম্মদপুর উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুস সোবহান বলেন, ‘শীত মৌসুমের শুরুতেই আমরা গাছিদের রস সংগ্রহের জন্য বিভিন্ন পরামর্শ দিয়ে যাচ্ছি। খেজুর গাছ ফসলের কোনো প্রকারের ক্ষতি করে না। এই গাছের জন্য বাড়তি কোনো খরচ করতে হয় না। এই গাছ বাড়ির পাশেও লাগাতে পারে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ